ঈদে মুক্তির মিছিলে রয়েছে আজমেরী হক বাঁধন অভিনীত সিনেমা ‘এশা মার্ডার’।
সানি সানোয়ারের পরিচালনায় এতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমায় অভিনয় করতে গিয়ে তাকে অস্ত্র চালানো, ফাইটসহ বেশকিছু বিষয়ে প্রশিক্ষণ নিতে হয়েছে বলে জানালেন বাঁধন।
বাঁধন বলেন, এতো বছরের ক্যারিয়ারে কখনো পুলিশ অফিসারের চরিত্রে আমি অভিনয় করিনি। এখানে আমি সেই চরিত্রেই অভিনয় করেছি। এটা মূলত নারীপ্রধান গল্প। আমাদের মধ্যে একটা ধারণা আছে পুলিশ অফিসার মানেই ছেলে।
এই জায়গা থেকে বেরিয়ে এসে আমাকে কাস্ট করার জন্য নির্মাতা সানি সানোয়ার ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। বর্তমানে সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে।
কয়েকটি সিনেমার সঙ্গে যেহেতু সিনেমাটি ঈদে মুক্তি পাবে তাই একটু এক্সাইটেড। আশা করি, দর্শক সিনেমাটি হলে গিয়ে দেখবেন।
ছবিটিতে, আরও অভিনয় করেছেন, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, নিবির আদনান, হাসনাত রিপন, সরকার রওনক রিপন, শিল্পী সরকার অপু, এ কে আজাদ সেতু, ইশিকা সাকিন, সৈয়দ এজাজ আহমেদ প্রমুখ। এছাড়া বিশেষ একটি চরিত্রে দেখা যাবে মিশা শওদাগর ও সুমিত সেন গুপ্তকে।