শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সজল-বুবলীর সিনেমার শুটিংয়ে বন্যহাতির আক্রমণ

বিনোদন রিপোর্ট
  ২৮ মে ২০২৫, ১৬:৫৫
সজল-বুবলীর সিনেমার শুটিংয়ে বন্যহাতির আক্রমণ
চিত্রনায়িকা শবনম বুবলী ও অভিনেতা আব্দুন নূর সজল

‘শাপলা শালুক’ নামে নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

এতে তার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা আব্দুন নূর সজল। শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ চলছে।

1

যেখানে রয়েছে বন্যহাতির অনেক আনাগোনা। ফলে শুটিংয়ের লোকেশনে বন্যহাতির আক্রমণ হয়েছে।

এ বিষয়ে বুবলী জানান, শেরপুরের নালিতাবাড়ীর লোকেশনে আগে কখনও শুটিং করেননি তিনি। বললেন, ‘দারুণ লোকেশন। খুবই নিরিবিলি পরিবেশ। সিনেমাপ্রেমীদের এই লোকেশন চোখের আরাম দেবে।’

শুটিংয়ের লোকেশনে বন্যহাতির আক্রমণ হয়েছে জানিয়ে অভিনেতা সজল বললেন, ‘গত ৯ দিন ধরে এখানে শুটিং করছি। এখানে প্রায়সময়ই বন্যহাতি আক্রমণ করে।

গতকাল আমাদের সেটে প্রায় ৮/৯টা বন্যহাতি আক্রমণ করেছিল। সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। পরে কোনোভাবে তাদেরকে সেখানে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমাদের।’

তিনি আরও বলেন, ‘চরিত্রটি খুব ডিটেইলটা বলতে চাচ্ছি না। এখানে আমার চরিত্রে নাম পরাণ। গল্পের সবগুলো চরিত্রই খুব চ্যালেঞ্জিং। একদমই সাধারণ, চিরচেনা চরিত্র নয়। এটি একটি অ্যাকশন-রোম্যান্টিক গল্পের সিনেমা। আমাকে অ্যাকশন দৃশ্যেও অভিনয় করতে হচ্ছে। সেক্ষেত্রে আমাকে ১০-১৫ দিনের একটি রিহার্সেলেও অংশ নিতে হয়েছে। আশা করি ভালো কিছু হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে