বিশ্ববিখ্যাত রক গায়ক ও গিটারিস্ট রিক ডেরিঞ্জার আর নেই।
সোমবার (২৬ মে) ফ্লোরিডার ওর্মন্ড বিচে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার তত্ত্বাবধায়ক টনি উইলসন এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, রক গায়কের মৃত্যু সংবাদ জানিয়ে টনি উইলসন বলেন, ‘রিকের জীবন ছিল সঙ্গীত, তিনি তার প্রতিভা ও উদ্যম দিয়ে লক্ষ শ্রোতার হৃদয় জয় করেছেন। তার মৃত্যুতে আমরা এক প্রকৃত শিল্পীকে হারালাম।’
মাত্র ১৭ বছর বয়সে ‘দ্য ম্যাকয়েস’ ব্যান্ডের মাধ্যক্মেয ‘হ্যাং অন স্লুপি’ গানটি গেয়ে বিশ্ববাসীর নজর কাড়েন রিক। তার একক গান ‘রক অ্যান্ড রোল, হুচি কু’ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি ।
বনি টাইলারের বিখ্যাত গান ‘টোটাল একলিপস অব দ্য হার্ট’-এ গিটার সোলো বাজিয়েছিলেন তিনি। এছাড়া, নিজের দীর্ঘ ক্যারিয়ারে স্টিলি ড্যান, কিস, টড রুন্ডগ্রেন, বারব্রা স্ট্রেইস্যান্ড এবং এয়ার সাপ্লাইয়ের মতো শিল্পীদের অ্যালবামে গিটার বাজিয়ে তিনি রেখেছেন অবিস্মরণীয় অবদান। ক্যারিয়ারে কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন গ্র্যামি পুরস্কার।
গিটারিস্ট ও সংগীত শিল্পীর পাশাপাশি সংগীত প্রযোজক হিসেবেও ব্যাপক খ্যাতি রয়েছে রিকের। ‘ওয়িয়ার্ড আল’ ইয়ানকোভিচের অ্যালবাম ‘ইট ইট’ প্রযোজনা করে গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন।ওই অ্যালবামে জনপ্রিয় পপ সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের বিখ্যাত গানের প্যারোডি ছিল ‘ইট ইট’ ও ‘হু’জ ফ্যাট’।
১৯৮৫ সালে ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশনের ‘দ্য রেসলিং অ্যালবাম’ প্রযোজনা করে প্রমাণ করেন, তিনি শুধু রক জগতেই নয় এর বাইরেও সমান জনপ্রিয়।