শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ছোট পর্দার জনপ্রিয় মুখ নূর 

যাযাদি ডেস্ক
  ২৮ মে ২০২৫, ১৯:৩৫
ছোট পর্দার জনপ্রিয় মুখ নূর 
ছবি: যায়যায়দিন

বাংলাদেশের ছোট পর্দার পরিচিত নাম যারা নূর। টেলিভিশন নাটক, ফেসবুক নাটিকা, ইউটিউব সিরিজে নিয়মিত কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। কিন্তু তার এই হঠাৎ উত্থান নিয়ে শোবিজের অন্দরমহলে বহুদিন ধরেই চলে আসছে কানাঘুষা।

যারা নূরের জন্ম কুমিল্লায়, বেড়ে উঠেছেন নিজ এলাকাতেই। মধ্যবিত্ত পরিবারের মেয়ে তিনি। পারিবারিক কারণে পড়াশোনা শেষ করতে পারেননি এবং অল্প বয়সেই বিয়ে করতে হয় তাকে, একজন সৌদি প্রবাসী সুমনকে। কিন্তু দাম্পত্য জীবনে নানান সমস্যার সৃষ্টি হয়। তারপরও সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন তিনি। পরবর্তীতে এক ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হয়, যার বর্তমান বয়স প্রায় ১২ বছর।

1

তবে প্রবাসী স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছিল না। নতুন নতুন সমস্যা তৈরি হতে থাকে ব্যক্তিগত জীবনে। তবুও তিনি চেষ্টা করেছেন সংসার টিকিয়ে রাখতে। স্বামী-স্ত্রীর সম্পর্ক ক্রমেই জটিল হয়ে ওঠে, আর এক পর্যায়ে ঘটে বিচ্ছেদ। ডিভোর্স হয়ে যায় প্রবাসী স্বামী সুমনের সঙ্গে। ডিভোর্সের পর সন্তানকে নিয়ে ঢাকায় এসে নতুন করে জীবন শুরু করেন যারা। সেই সময় তার হাতে ছিল একটি পুরনো নকিয়া ফোন আর স্বপ্নভরা চোখ।

অভিনয়কেই বেছে নেন পেশা হিসেবে। শুরু করেন সোশ্যাল মিডিয়ায় ছোটখাটো চরিত্রে অভিনয় করে। অল্প কিছুদিনেই নাটকের জগতে স্থান করে নেন, আর ধীরে ধীরে জনপ্রিয়তাও পান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে