অসদাচরণ ও পলায়নের গুরুতর অভিযোগের তদন্তের স্বার্থে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
গত ৩ জুলাই মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ৩(গ) বিধিমতে অসদাচরণ ও পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে।’
এতে আরও বলা হয়, অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে আনীত অভিযোগ গুরুতর। আনীত অভিযোগ পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে তাকে অবিলম্বে সাময়িকভাবে বরখাস্ত করা যুক্তিযুক্ত ও অপরিহার্য মর্মে কর্তৃপক্ষের কাছে প্রতীয়মান হয়েছে। সেহেতু, আইন ও বিচার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২ অনুযায়ী সাময়িকভাবে চাকরি হতে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন সময়ে অভিযুক্ত কর্মচারী প্রচলিত বিধি মোতাবেক খোরাকি ভাতাদি প্রাপ্ত হবেন।
জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত আনিসুর রহমান। যা পলায়নের শামিল হিসেবে বিবেচিত।