সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শিকার করা চারটি ঘুঘু, ১১টি মুনিয়া, ও ১০টি বিভিন্ন ধরনের ফাঁদ উদ্ধার করা হয়েছে। এছাড়া ডুমুরিয়া উপজেলা থেকে শিকারে ব্যবহূত একটি ডাহুক ও একটি ঘুঘু পাখি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সামাজিক বন বিভাগের কর্মকর্তা মো. ইউনুস আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল হক, বন অফিসের স্টাফ ইউনুস সরদার, ওয়াইল্ড লাইফ মিশনের সাধারণ সম্পাদক রাশেদ বিশ্বাস ।
পরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান উপজেলা বন অফিস চত্বরে পাখিগুলো অবমুক্ত করেন ও সেই সাথে পাখি শিকারে ব্যবহৃত ফাঁদগুলো বিনষ্ট করেন।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd