বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

ঢাকা আজও বায়ুদূষণের শীর্ষে

যাযাদি ডেস্ক
  ১৭ অক্টোবর ২০২৩, ১১:১৫
ফাইল ছবি

বায়ুদূষণের কারণে দূষিত শহরের তালিকায় আজ মঙ্গলবারও প্রথম স্থানে আছে রাজধানী ঢাকা। গতকালও এ সময় বায়ুদূষণের দিক থেকে শীর্ষে ছিল ঢাকা। আজ সকাল সোয়া আটটায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ১৯২। বায়ুর মান বিচারে এ পরিস্থিতি খুবই অস্বাস্থ্যকর।

একই সময়ে ১৮৫ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। ১৮৫ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের মুম্বাই। ১৬৫ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৬৩ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়।

একই সময় একিউআই স্কোর ১৬২ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে কাতারের দোহা। ১৬০ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ। ১৫৭ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ১৫২ স্কোর নিয়ে নবম স্থানে রয়েছে চীনের সাংহাই। ১৪৬ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে চীনের উহান।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে