মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, ৪৩.৮ ডিগ্রি

যাযাদি ডেস্ক
  ৩০ এপ্রিল ২০২৪, ১৬:৪৮
আপডেট  : ৩০ এপ্রিল ২০২৪, ১৭:০৬
ছবি-সংগৃহিত

গত কয়েকদিন ধরে যশোরের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপদহ। এই তাপদাহে জেলায় হিট এলাট জারি করে মাইকিং করা হচ্ছে এক সপ্তাহ থেকে। যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। ১৯৮৯ সালের পর দেশের ইতিহাসে যা সর্বোচ্চ তাপমাত্রা। যা রেকর্ড পাল্টা রেকর্ড গড়ছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে যশোরে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, আজ যশোরে সর্বোচ্চ ৪৩ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এ দিকে চুয়াডাঙ্গায় দুপুরে তাপমাত্রা ছিল ৪৩.৭ ডিগ্রি।

এই আবহাওয়াবিদ জানান, আজ চুয়াডাঙ্গায় ৪৩ দশমিক সাত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর ঢাকার তাপমাত্রা ৩৮ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

গত কয়েকদিন ধরে চলা তীব্র তাপপ্রবাহে নাকাল হয়ে পড়েছে যশোরের সাধারণ মানুষের জনজীবন। শহরে লোকজনের উপস্থিতি কম হলেও শ্রমজীবী মানুষ রয়েছেন চরম ভোগান্তিতে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে