শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ঢাকাসহ বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস

যাযাদি ডেস্ক
  ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৯
ঢাকাসহ বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস
ছবি: সংগৃহীত

আবহাওয়া বিভাগ জানিয়েছে আজ ও আগামী দুয়েকদিন দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বুধবার ( ১৯ ঢেব্রুয়ারি) সকাল থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ বুধবার রংপুর ও খুলনা বিভাগের দু'এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায়।

শুক্রবার রংপুর ও খুলনা বিভাগের দু'এক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এই দিন দিন শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে