শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

রমজানের প্রথম দিনেই বজ্রসহ বৃষ্টি আভাস

যাযাদি ডেস্ক
  ০১ মার্চ ২০২৫, ২০:২৪
রমজানের প্রথম দিনেই বজ্রসহ বৃষ্টি আভাস
ছবি: সংগৃহীত

আজ থেকে আগামী দুদিন দেশের কয়েক বিভাগে হালকা বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে । মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারা দেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আগামীকাল রোববারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ দিনও সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

পরদিন সোমবার আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এর পরবর্তী পাঁচ দিনে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ ঢাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকায় ২১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই সময়ে বাতাসে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে