বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংসসহ শিকারী আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
  ১৪ মার্চ ২০২৫, ১১:২৯
সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংসসহ শিকারী আটক
ছবি: যায়যায়দিন

সুন্দরবনের নলিয়ানে ২৮ কেজি হরিণের মাংসসহ এক হরিণ শিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (১৪ মার্চ) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ সকল তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯'টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবন সংলগ্ন নলিয়ানের বালুর মাঠ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত এলাকা হতে ২৮'কেজি হরিণের মাংসসহ ১'জন হরিণ শিকারীকে আটক করা হয়।

আটককৃত হরিণ শিকারী মোঃ ইয়াসিন গাজি (২৭) খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।

তিনি আরও বলেন, জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে হড্ডা ফরেস্ট অফিস এর নিকট হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে রঙিন রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে