রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বেরোবিতে কর্মশালা

ক্যাম্পাস ডেস্ক
  ১২ আগস্ট ২০২৩, ০০:০০

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বাংলাদেশে জেন্ডার ট্রান্সফরমেটিভ ডিজাস্টার কারিকুলামের প্রয়োজনীয়তার ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের উদ্যোগে চার দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর তৃতীয় তলায় অবস্থিত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল শ্রেণিকক্ষে ৬ আগস্ট কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে জেন্ডার বিষয়ক আন্তর্জান্তিক সংস্থা জেন্ডার রেসপন্সিভ রেজিলিয়েন্স অ্যান্ড ইন্টারসেকশনালিটি ইন পলিসি অ্যান্ড প্র্যাকটিস-জিআরআরআইপিপি। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর হাসিবুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ডক্টর সরিফা সালোয়া ডিনা, ট্রেজারার প্রফেসর ডক্টর মজিব উদ্দিন আহমদ। চার দিনব্যাপী এই কর্মশালার সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের পরিচালক ডক্টর আবু রেজা মো. তৌফিকুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে