শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যাবো না কোত্থাও

শরিফুল ইসলাম
  ০৫ নভেম্বর ২০২৩, ০০:০০

কোথায় যাবো এই যে নদী পাখপাখালি ছেড়ে?

ডাকবে না তো কেউ আমাকে ধানের পাতা নেড়ে

মাঠ আমাকে পত্তি ডাকে; বলে খোকন আয়,

ফড়িংছানা ঘুড্ডি রেখে যাইবোটা কোথায়?

বিলের পাখি খয়রা চিনে; ঝিলের বালিহাঁস,

চালা ক্ষেতের দুব্বাগুলো আপন বারোমাস!

কোথায় যাবো ওদের রেখে এতো স্মৃতির ক্ষণ,

গাঁয়ের থেকে কি আছে আর এতোটাই আপন?

বাঁশের সাঁকো দস্যিপনা ডুব সাঁতারে নল,

চোখ ফুলানো ডুমুর যেন দেখতে অবিকল!

কোথায় পাবো ডুব সাঁতারু নদী ঝিনাইগাতী?

পাখপাখালি ফড়িংছানা গেঁয়ো খেলার সাথী?

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে