বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মেহেরপুরে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় 

মেহেরপুর প্রতিনিধি
  ২৭ এপ্রিল ২০২৪, ১৩:৩৩
মেহেরপুরে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় 

প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে মেহেরপুরের জনজীবন। প্রকৃতির বুক চিরে বের হচ্ছে গরম হাওয়া। এ অবস্থা থেকে রক্ষা পেতে বৃষ্টি কামনায় ইসতেসকার সালাত আদায় করেছেন মুসল্লিরা।

শনিবার (২৭ এপ্রিল) সকাল দশটায় মেহেরপুর সরকারি হাইস্কুল মাঠে আয়োজিত এ নামাজে অংশ গ্রহণ করেন বিভিন্ন বয়সী মুসল্লি ও আলেম ওলামারা। দুই রাকাত নামাজ শেষে খুতবা পাঠ করে গুনাহ মাফের জন্য তওবা পড়েন মুসল্লিরা। এর পরে বৃষ্টি চেয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন তারা। আল্লাহর কাছে স্বস্তির বুষ্টি চেয়ে চোখের পানি ফেলেন অনেকে। এসময় কান্নাকাটি করে আল্লাহর কাছে রহমতের বর্ষণ এবং বিশ^ মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়।

নামাজের ইমামতি করেন জেলা ওলামা পরিষদের সভাপতি ও বাড়াদি কওমি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম ও শহরের হোটেল বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রোকন উদ্দিন নামাজ শেষে মোনাজাত পরিচালনা করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে