শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অবুঝ খোকার প্রশ্ন

এম.ডি জিয়াবুল
  ০৫ নভেম্বর ২০২৩, ০০:০০

দিনের শেষে পশ্চিমে মা

সূর্য কেন ডোবে,

রাত্রি শেষে দেখি মা-গো

উঠে আবার পুবে।

আলো ছড়ায় ভবের মাঝে

রোদের ঝলক দিয়ে,

সন্ধ্যা বেলায় যায় হারিয়ে

আলোগুলো নিয়ে।

সুয্যিমামা নিভে গেলে

উঠতে দেখি তারা,

সব কোলাহল বন্ধ হয়ে

নীরব থাকে ধরা।

আকাশপানে চাঁদের আলো

চেয়ে আমি থাকি,

এমন রূপের দৃশ্য মা-গো

মনের মাঝে আঁকি।

কোথায় থেকে আসে মাগো

বল আমায় খোলে,

এইটুকু মা জানার জন্য

মনটা শুধু দোলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে