শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বৈচিত্র্যময় হেমন্ত

এম. আবু বকর সিদ্দিক
  ১২ নভেম্বর ২০২৩, ০০:০০

মিষ্টি আকাশ মিষ্টি বাতাস

মিষ্টি ফুলের গন্ধ,

ফুলবাগানে ওলি নাচে

কি অপরূপ ছন্দ!

শিশিরভেজা দুর্বাঘাসে

মিষ্টি রোদের হাসি,

ধানের আঁটি মাথায় নিয়ে

যাচ্ছে বাড়ি চাষি।

দিনের আলো যায় পালিয়ে

কুয়াশার জাল রেখে,

হিমেল হাওয়া বইছে গাঁয়ে

শীতের সুবাস মেখে।

গাঁয়ের বধূ কুলা নেড়ে

ওড়ায় ধানের চিটা,

নতুন ধানে করবে বধূ

হরেক স্বাদের পিঠা।

স্বজনেরা আসবে ছুটে

নবান্ন উৎসবে,

হেমন্তের এই নিমন্ত্রণে

মেতে উঠব সবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে