শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইলশে গুঁড়ি

জাবির আহম্মেদ জিহাদ
  ১২ নভেম্বর ২০২৩, ০০:০০

ইলশে গুঁড়ি! ইলশে গুঁড়ি!

কার্তিন মাসে ওই!

ইলিশ মাছের ডিম ছেড়েছে

মাছের দেখা কই?

ইলশে গুঁড়ি! ইলশে গুঁড়ি!

টাটকা তাঁজা চাই,

খোকা-খুকি আয়রে সবাই

ইলশে ধরে খাই।

ইলশে গুঁড়ি! ইলশে গুঁড়ি!

ধরব মোরা আজ,

কোথায় পাব মাছের রাজা!

কোন নদীরই মাঝ?

ইলশে গুঁড়ি! ইলশে গুঁড়ি!

আহা! হলদে ডিম,

পদ্মা নদীর মাঝে পাব

দিনটা থাকুক হিম।

ইলশে গুঁড়ি! ইলশে গুঁড়ি!

চাখব সবে খুব,

ইলশে গুঁড়ি বৃষ্টির দিনে

দেব তাতে ডুব!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে