বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

লোহাগড়ায় জমজমাট ঘুড়ি উৎসব অনুষ্ঠিত 

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
  ২৭ এপ্রিল ২০২৪, ১১:৪৬
লোহাগড়ায় জমজমাট ঘুড়ি উৎসব অনুষ্ঠিত 

নড়াইলের লোহাগড়ায় সপ্তমবারের মতো অনুষ্ঠিত হলো ঘুড়ি উৎসব। জমজমাট এ ঘুড়ি উৎসব দেখার জন্য এসেছিল নানা শ্রেণী-পেশার মানুষ।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকাল ৩ টায় লোহাগড়া সরকারি আদর্শ কলেজ মাঠে আয়োজিত ঘুড়ি উৎসবে এলাকার শতাধিক মানুষ তাদের ঘুড়ি নিয়ে উৎসবে অংশগ্রহণ করেন।

লোহাগড়ার কৃতি সন্তান ও উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মো: তানভীর আহমেদ প্লাবন, সাতক্ষীরায় কর্মরত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস, এম, আশিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী মেহেদী হাসান এবং ঢাকাস্হ কর কার্যালয়ের উপকর কমিশনার আবু হেলাল এর উদ্যোগে এবং লোহাগড়া ইয়ংস্টার ক্রিকেট একাডেমীর আয়োজনে এ ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়।

তীব্র দাবদাহ উপেক্ষা করে ঘুড়ি উৎসব দেখতে কলেজ মাঠে জড়ো হয় শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এসব মানুষেরা উৎসবমুখর পরিবেশে উপভোগ করেন ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব।

উৎসব শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) এস এম হায়াতুজ্জামান হায়াত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুল হামিদ ভূইয়াসহ প্রমূখ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে