শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লাল সবুজের পতাকা

উৎপলকান্তি বড়ুয়া
  ২৪ মার্চ ২০২৪, ০০:০০

স্বাধীনতা ফুল বাগানের একটি গোলাপ ফুল,

পদ্মা তিতাস কর্ণফুলি নদীর দু'টি কূল।

\হখোকার লাটিম খুকুমনির চি কুত কুত খেলা

স্বাধীনতা উঠোন জুড়ে খুশির সারাবেলা!

স্বাধীনতা চাষার বুকে আশার উজল বাতি

সুখের আলোয় জেগে থাকা সারা দিবস রাতি।

পিঠা পুলির আনন্দ সুখ মৌ মৌ ঘ্রাণ বাড়ি

স্বাধীনতা ক্ষেতের ফসল সরষে হলুদ শাড়ি।

স্বাধীনতা পুব আকাশে সূর্য ওঠা দিন

বিশ্বাসে সাহসে সুখের পতাকা উড্ডীন।

ভুল অনিয়ম স্রোতধারায় চির ভাটির টান

স্বাধীনতা অধীনতার শেকল ছেঁড়া গান।

অস্ত্র হাতে যুদ্ধ মাঠে বিজয়ী সংগ্রাম

স্বাধীনতা রক্তেভেজা অপূর্ব এক নাম।

স্বাধীনতা রাতের আঁধার শেষে নতুন ভোর

আগল ভেঙে পাগল হাওয়া খুলে দেওয়া দোর।

স্বাধীনতা জয় বাংলার জ্বল জ্বল জ্বল আলো

চিরতরেই মুছে যাওয়া সকল অগোছালো।

বুকের তাজা ভালোবাসা আছেই বলবৎ

স্বাধীনতা লাল সবুজের পতাকা পতপত!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে