রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হলুদের হাসিতে রঙিন প্রকৃতি

হুসাইন আহমদ
  ০২ জানুয়ারি ২০২৩, ০০:০০

শীতের সকাল। শিশিরস্নাত প্রথম প্রহর। কুয়াশা জড়ানো সকালের সূর্যের কিরণ প্রতিফলিত হওয়ার সঙ্গে সঙ্গেই হলুদ ফুলের সমারোহে হেসে ওঠে চারদিক। দৃষ্টিগোচর হয় শুধু বিস্তীর্ণ ফসলের মাঠজুড়ে হলুদ সরিষা ফুল। সোনাঝরা মিষ্টি রোদে মাঠজুড়ে যেন ঝিকিমিকি করে হলুদ ফুলের সমারোহ। এ যেন এক অপরূপ সৌন্দর্য। যা দেখে মনে হবে হলুদ বরণে সেজেছে রঙিন প্রকৃতি। প্রকৃতির এ সৌন্দর্য অবলোকনে যে কোনো ভারাক্রান্ত মনটিও আনন্দে ভরে উঠবে। হিমেল বাতাসে সরিষা ফুলের মাঠ ছুঁয়ে যায়। আর মন মাতানো গন্ধ পৌঁছে দেয় লোকালয় পর্যন্ত। সেই গন্ধ যেমন সবাইকে আকৃষ্ট করে, তেমনি বাম্পার ফলনের হাতছানিতে প্রতিটি কৃষকের মুখে ফুটায় আনন্দের হাসি। আবার এই হলদে ফসলের মাঠগুলো নানা প্রজাতির মাছি-মৌমাছি ও প্রজাপতির গুনগুনে শব্দে মুখরিতও থাকে। কেননা, মাছি ও মৌমাছিরা পুরো মৌসুমজুড়ে সরিষার ফুল থেকে মিষ্টি পানীয় মধু সংগ্রহ করে। আর আমরা মানুষ সৌন্দর্যের পূজারী। যে কোনো অবস্থাতেই থাকি না কেন, সুন্দরের কদর কিছুটা হলেও করি। সেই সৌন্দর্যটি যদি আবার সুঘ্রাণযুক্ত হয়! তাহলে তো আরও বেশি আকৃষ্ট করবে সেই সুন্দরের পূজারীদের। তাই শীত মৌসুমের সরিষা ক্ষেতের অপার সৌন্দর্য আর ফুলের মিষ্টিঘ্রাণের পিপাসুদের টেনে নিয়ে যাবে হলুদের হাসিতে রঙিন প্রকৃতিতে বা চাঁদরে, এটাই তো স্বাভাবিক।

অতএব, উপভোগ করুন এই শীতকালের পড়ন্ত বিকালের মিষ্টি রোদ। হলুদের হাসিতে রঙিন প্রকৃতি। সরিষা ফুলগুলোর ঘ্রাণ ও সৌন্দর্য। বাতাসে দোল খেতে থাকা নয়নাভিরাম বিস্তীর্ণ ফসলি মাঠ। যে মাঠে-প্রান্তরে শোভা পাচ্ছে হলুদ ফুলের অপরূপ দৃশ্য। আর হঁ্যা, অবশ্যই খেয়াল রাখুন, উপভোগ করতে গিয়ে কখনো কোনো ফসলের ক্ষতি না হয়। কোনো কৃষকের ক্ষতি না হয়। সর্বোপরি, হলুদের হাসিতে রঙিন হোক প্রকৃতি। আর বাম্পার ফলনে প্রতিটি কৃষকের মুখে হাসি ফুটুক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে