রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হলদে ফুলের নদী

মুহাম্মদ নূর ইসলাম
  ০২ জানুয়ারি ২০২৩, ০০:০০

ক'দিন আগেও সবুজ ছিল

রায়ের সবুজ মাঠ,

সারাটা দিন বসতো সেথা

ঘাস ফড়িংয়ের হাট।

সবুজ ডগার কুসুম ডালে

ফুটলো যখন কলি,

শত মাইল পথ মাড়িয়ে

আসলো হাজার অলি।

ফুলের রেণু মাখতে অলি

বসলো যখন ফুলে,

মৃদু হাওয়ায় সব ফুলেরা

নাচতে লাগলো দুলে।

নাচন তো নয়, যেন ঢেউ

হলদে ফুলের নদী,

গল্প নয় ভাই সত্যি কথা

দেখবে, আসো যদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে