শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অবাঞ্ছিত ঘুম

সাগর আহমেদ
  ০৯ জানুয়ারি ২০২৩, ০০:০০

পৃথিবীর সীমারেখা অতিক্রম করে

একদিন নিখোঁজ হবো ভিখারী বেসে

করুণ বক আর নিঃসঙ্গ শালিক হয়তো

বাসা বাঁধবে বাঁশঝাড়ের শায়িত কবরে।

পৃথিবীর বুকে মাথা গুঁজা আবহমান সূর্যটা

নিজেকে আড়াল করে ডুবে যাবে অন্ধকারে

দিনরাত্রি সমতল প্রত্যয় ভোরের অপেক্ষমাণ

ভাষাহীন ঘুমগ্রস্ত চোখ যেন পাথরে পরিণত।

ঘুমকে উপেক্ষা করতে হবে না রাত্রি জেগে

দীর্ঘশ্বাসের ঝড়ো হাওয়ায় অবাঞ্ছিত ঘুম

বাসা বাঁধবে শরীরের কানায় কানায়

জীবনের পরে জীবন পুরনো পৃথিবীর বুকে

আঁধারের জলে ডুবে থাকব সুদীর্ঘ সময়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে