রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাঙ্গাবালী, পটুয়াখালী

আইয়ুব খান
  ০২ ডিসেম্বর ২০২৩, ০০:০০

বন্ধুত্ব করি দেশ গড়ি- স্স্নোগানকে হৃদয়ে ধারণ করে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় 'যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম' এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১০ নভেম্বর সকালে বন্ধুরা নৌভ্রমণে চর তুফানিয়া সমুদ্র সৈকতে যান। এর আগে যায়যায়দিনের রাঙ্গাবালী প্রতিনিধি আইয়ুব খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, তারা মহান মুক্তিযুদ্ধের ব্রত নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং সমতাভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করার প্রত্যয় নিয়ে কাজ করে যাবেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও অবদান রাখবেন এ সংগঠনটির বন্ধুরা। সভায় উপস্থিত বন্ধুরা জীবন চলার পথে নিজস্ব কাজের পাশাপাশি সামাজিক ও উন্নয়নমূলক বিভিন্ন কাজের মধ্যে নিজেদের নিয়োজিত রাখবেন বলে অভিমত ব্যক্ত করেন। এলাকার সাধারণ মানুষের বিভিন্ন রকম সমস্যা সমাধানের জন্য সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ করবেন। সভা শেষে ২১ সদস্যের যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম রাঙ্গাবালী পটুয়াখালীর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। উপদেষ্টা হিসেবে আছেন মো. কামরুল হাসান, এম সোহেল, মিজানুর রহমান রাশেদ, শুভ শিকদার ও আইয়ুব খান আহ্বায়ক কমিটি : আহ্বায়ক: মাহমুদ হাসান; যুগ্ম আহ্বায়ক: আল-আমিন, আ খ ম রাকিব হোসাইন ও সাইমুন ইসলাম ফরিদ; সদস্য সচিব: মো. মাসুদ খান; যুগ্ম সদস্য সচিব: আজিজুর রহমান সুজন, তুহিন রাজ ও মো. আরিফ খান; সদস্য: বনি আমিন, সাব্বির হোসাইন, সাব্বির মলিস্নক, ইমরোজ মাহমুদ রুদ্র, এম জিহাদ, এম এ ইউসুফ আলী, সিফাদ খান, এন এস প্রবীণ, জিসান উদ্দিন রাব্বি, ফারহানা প্রাপ্তি, রাকিব হাওলাদার, বনি আমিন জীবন ও তামান্না খান। উপদেষ্টা, রাঙ্গাবালী, পটুয়াখালী

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে