রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
কেরানীগঞ্জ ফ্রেন্ডস ফোরাম বন্ধুদের উদ্যোগ

উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা

আল আমিন মিনহাজ
  ০৯ মার্চ ২০২৪, ০০:০০
কেরানীগঞ্জ ফ্রেন্ডস ফোরাম বন্ধুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদকে ফুলেল শুভেচ্ছা জানান

বৃহস্পতিবার, ৭ মার্চ দুপুরে রাজধানী ঢাকার কেরানীগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কেরানীগঞ্জ কমিটির উপদেষ্টা মো. আবু রিয়াদকে ফুল দিয়ে বরণ করে নেন ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা। কেরানীগঞ্জ যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম আহ্বায়ক কমিটি আয়োজিত এ বরণ অনুষ্ঠানে কেরানীগঞ্জ ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা মাসুম পারভেজের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন আহ্বায়ক কাওসার আহমেদ, যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান তুষার, সদস্য আনাস উদ্দিন, শিপন উদ্দিন, কিফায়েত হোসেন প্রমুখ।

উপদেষ্টা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ উচ্ছ্বসিত হয়ে বলেন, 'আমাকে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামে যুক্ত করাতে এবং ফুল দিয়ে আমাকে বরণ করা হলো, অনেক আনন্দ লাগছে। আশা করছি সবাই মিলে চমৎকার একটি সাংগঠনিক সময় কাটাব।' এ সময় ফ্রেন্ডস ফোরামের কর্মপরিকল্পনা নিয়ে সবাই তাদের মতামত প্রকাশ করেন। উপদেষ্টা মো. আবু রিয়াদ আরও বলেন, 'ফ্রেন্ডস ফোরাম আমাদের সৃজনশীল হতে শেখায়, আরও শেখায় মানবিক হতে, জাগ্রত করে আমাদের চেতনাকে। সবাই মিলে ফ্রেন্ডস ফোরামকে এগিয়ে নিয়ে যাব।'

ফ্রেন্ডস ফোরাম আহ্বায়ক কাওসার আহমেদ বলেন, 'ফ্রেন্ডস ফোরাম এক সময় বাঙালিদের জন্য বিশ্বব্যাপী বিস্তৃত সামাজিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। সেই সাথে আমরা সমাজের সব ক্ষেত্রে আমাদের স্ব-স্ব উদ্যোগে কর্মতৎপরতার মাধ্যমে অন্যায়, অনাচার রোধ, মানবতা, দেশপ্রেম, পরিবেশ উন্নয়ন, সামাজিক বনায়ন, নদী রক্ষা আন্দোলনসহ সর্বক্ষেত্রে ভূমিকা রাখব ইনশাআলস্নাহ।' উপজেলা কমিটির উপদেষ্টা হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আমাদের প্রশাসনিকভাবে সহযোগিতা ও কর্মতৎপরতাকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা করেন।

যুগ্ম আহ্বায়ক

ফ্রেন্ডস ফোরাম, কেরানীগঞ্জ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে