শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

প ঙ্‌ ক্তি মা লা

নতুনধারা
  ৩০ মার্চ ২০২৪, ০০:০০
প ঙ্‌ ক্তি মা লা

ফাগুন বিদায় নিলো

মানিক চক্রবর্তী

ফাগুন বিদায় নিলো

চৈত্র এলো,

বাতাসে বিরহের সুর

এলোমেলো।

ঝরাপাতা ঝরে পড়ে

নীরব দুপুর,

দুটি আঁখি জলে ভিজে

টাপুর টুপুর।

আকাশ জুড়ে অভিমানে

মেঘ করেছে কালো,

ঈশান কোণে হঠাৎ থেমে

বিজলি ছড়ায় আলো।

শ্যামলা মেয়ের চুলের খোঁপা

উড়ছে হাওয়ার তালে,

মৌমাছি আজ গান ধরেছে

আম মুকুলের ডালে।

মুক্ত স্বাধীন পতাকার মান

গোলাপ আমিন

স্বাধীনতার ওই পতাকা উড়ুক বাংলার আকাশে

অনেক রক্ত বহু প্রাণের লাল-সবুজে আঁকা সে।

স্বাধীন দেশে মুক্ত স্বাধীন পাখির মতো হবে হোক

বাসব ভালো দেশকে বেশি প্রত্যেকে দেশের লোক।

কাজে-কর্মে বুকের ভেতর দেশের ছবি থাকা চাই

বিশ্ব জুড়ে গর্বিত হোক এই মনোবল রাখা চাই।

স্বদেশপ্রেমে মত্ত হয়ে বাড়াতে হবে মান-মর্যাদা

তবে দেশটা এগিয়ে যাবে এটাতে রয়েছে দর বাঁধা।

পতাকাকে স্যালুট দিয়ে বুকের গভীরে থাকবে দেশ

তোমার আমার সবার কাছে অতি প্রিয় বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে