বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পিরোজপুরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মো. মফিজুর রহমান টিটু
  ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০
আলোচনা শেষে ফ্রেন্ডস ফোরাম পিরোজপুরের বন্ধুরা ফটোসেশনে

গত ২০ এপ্রিল ২০২৪-এ পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারের চত্বরে বিকেল সাড়ে ৪টায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা এই অসহনীয় গরম উপেক্ষা করে এক এক করে উপস্থিত হতে শুরু করেন। পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম পিরোজপুরের সভাপতি মো. মফিজুর রহমান টিটু। সভাপতি অনুষ্ঠানের আলোচ্য বিষয় নিয়ে ফ্রেন্ডস ফোরামের আগামী কার্যক্রমের রূপরেখা নিয়ে পরিকল্পনাগুলো বন্ধুদের সাথে আলোচনা করেন। জলবায়ুর পরিবর্তন এবং অতি দাবদাহের জন্য গাছের চারা রোপণ জরুরি হয়ে পড়েছে। তাই সব বন্ধুদের বেশি বেশি গাছ লাগানোর জন্য এবং জনগণকে এ বিষয় সচেতন করতে সহযোগিতা করার জন্য পরামর্শ প্রদান করেন। জলাশয় ভরাট করে পাকা ইমারত তৈরি হচ্ছে শব্দদূষণ ও বায়ুদূষণ করে মানুষের শারীরিক সমস্যা সৃষ্টি করছে, প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই প্রকৃতি স্বাভাবিকভাবেই বিরূপ আচরণ করছে। তাই সবাইকে সচেতন করতে হবে এবং নিজেদের সচেতন হতে হবে। এছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. সাঈদউর রহমান, সমাজকল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, নির্মল কৃষ্ণ, সিয়াম, লিমন, আপন, শিপন, হৃদয়, রিমু, আব্দুলস্নাহ, শুভ, সরফরাজ রহমান সৌরভ, বিশ্বজিত দাসসহ আমন্ত্রিত ছোট বন্ধুরাও।

সব বন্ধুকে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে একটি ফটোসেশন করে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সভাপতি

ফ্রেন্ডস ফোরাম পিরোজপুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে