সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সারিবদ্ধ আইনের বই এবং 'অ্যান্টি-লাইব্রেরি' ধারণা

ব্যারিস্টার শাইখ মাহদী
  ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

আইনজীবীর চেম্বার বলতেই সারিবদ্ধ মলাটদেওয়া দামি দামি বইয়ের ছবি ভেসে ওঠে। সিনিয়র বা প্রতিষ্ঠিত আইনজীবীদের চেম্বারে বইয়ের সংখ্যা অনেক ক্ষেত্রেই তার পেশাগত সফলতার মাপকাঠিও নিশ্চিত করে।

লে-ম্যান বা সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন আসে, আসলেই কি আইনজীবীরা তাদের চেম্বারে থাকা সব বই পড়ে দেখেন? বা, চেম্বারের সব বই কি পড়ে ফেলা সম্ভব?

উত্তর হচ্ছে, কোনো দিনও না। পেশাগত কারণে একজন আইনজীবীকে অনেক বেশি পড়াশোনার মধ্যে থাকতে হয়। তারপরও, নিজের সংগ্রহের সব বই পড়ে ফেলা কোনো বিজ্ঞ আইনজীবীর পক্ষেই সম্ভব নয়।

বিখ্যাত সাহিত্যিক নাসিম নিকোলাস তালেব তার বস্ন্যাক সোয়ান বইতে অ্যান্টি-লাইব্রেরি ধারণাটা নিয়ে এসেছিলেন। তাও সেটা এসেছে আরেক সুবিখ্যাত ইতালিয়ান সাহিত্যিক উম্বার্তো একো'র বয়ান থেকে।

নিজের ব্যক্তিগত লাইব্রেরিতে প্রায় ৩০,০০০ বই ছিল তার। এই সব বই কি তিনি পড়েছিলেন, বা পড়তে পেরেছিলেন?

নাসিম তালেব লিখছেন, আপনার লাইব্রেরিতে পঠিত বইয়ের তুলনায় অপঠিত বইগুলোর মূল্য অনেক অনেক বেশি। আপনার আর্থিক সক্ষমতায় যদ্দূর কুলায়, আপনার লাইব্রেরিতেও ঠিক ততখানি অপঠিত বই, কিংবা 'যিধঃ ুড়ঁ ফড়হ'ঃ শহড়'ি থাকা উচিত। আপনার বয়স এবং অর্থবিত্ত যত বাড়তে থাকবে, আপনার জ্ঞান এবং অভিজ্ঞতাও ততই বাড়তে থাকবে এবং আপনার লাইব্রেরিতে পড়ে থাকা ছুঁয়ে না দেখা বইগুলো ততই ভয়ংকর উপহাস নিয়ে আপনার দিকে তাকিয়ে থাকবে।

মোদ্দাকথা, আপনার জ্ঞানের পারদ যত বাড়তে থাকবে, আপনার লাইব্রেরীর না পড়া বইয়ের সংখ্যাও ততই বাড়তে থাকবে। এটাকেই আমরা বলতে পারি, 'অ্যান্টি-লাইব্রেরি'।

অর্থাৎ, এই অ্যান্টি-লাইব্রেরি হলো আপনার জ্ঞানের ক্ষুদ্রতা কিংবা পড়াশোনার সীমাবদ্ধতার প্রতিফলন।

সৈয়দ মুজতবা আলী যথার্থই লিখেছিলেন, বই কিনে কেউ দেউলে হয়নি। তবে কেনা সব বই পড়তে গেলে নিশ্চিত দেউলিয়া হতে হতো। অন্তত মানসিকভাবে।

আইনজীবীদের চেম্বারে হিমশীতল বইয়ের তাকগুলো আর কাড়ি কাড়ি কেস-ল'য়ের রেফারেন্স বইগুলোও সম্ভবত চিরকালই বিনম্র হতে শেখায়।

আইনের অসীম মহাসমুদ্রের সামনে দাঁড়িয়ে 'বিজ্ঞ' উপাধি পাওয়া একমাত্র পেশাজীবী স্পিশিজ হিসেবে আইনজীবীদের এই বুদ্ধিবৃত্তিক হিউমিলিটিটা অত্যন্ত জরুরি।

লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে