সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

অনলাইন গেমের ওপর কর বসাচ্ছে ভারত

আইন ও বিচার ডেস্ক
  ২৫ জুলাই ২০২৩, ০০:০০

ভারতের জিএসটি পরিষদের সাম্প্রতিকতম বৈঠকে অনলাইনে গেমিং-এ ২৮% কর বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সংগঠন। কেন্দ্রকে লেখা চিঠিতে তাদের বক্তব্য, চড়া করে এই ক্ষেত্র চূড়ান্ত সমস্যায় পড়বে। বহু সংস্থা গুটিয়েও যেতে পারে।

নেট গেমিং, ঘোড়দৌড়, ক্যাসিনোয় ২৮% কর চাপার অর্থ, কেউ যদি ১০০ টাকার বাজি ধরতে চান, তা হলে তাকে বাড়তি ২৮ টাকা কর দিতে হবে। আইন সংশোধন হলেই নতুন কর চালু হবে।

এই ক্ষেত্রের প্রায় ১৩০টি সংস্থা ও তাদের সংগঠনের দাবি, নেট গেমিংয়ের সঙ্গে যুক্ত রয়েছে বহু ছোট-মাঝারি সংস্থা ও স্টার্ট-আপ। লগ্নি করছে দেশি-বিদেশি সংস্থাও। ফলে কর এত বেশি হলে, তারা পুঁজি ঢালার আগে ভাববে। এতে ব্যবসার গতি থমকাতে পারে। বন্ধও হতে পারে বহু সংস্থা।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের যুক্তি, করের হার ২৮% করা হয়েছে নৈতিকতার প্রশ্নে। ওই ধরনের খেলায় লগ্নির উপরে কর অত্যাবশ্যক পণ্যের করের হারের সঙ্গে এক হতে পারে না। এই সিদ্ধান্ত ফিরে দেখার সম্ভাবনা প্রায় নেই বলে দাবি রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে