শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে মোট ১ হাজার ১৬২ মামলা

আইন ও বিচার ডেস্ক
  ২৩ জানুয়ারি ২০২৪, ০০:০০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অপরাধে প্রার্থী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে এক হাজার ১৬২ জনের নামে মামলা দায়ের করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে নির্বাচনী অনুসন্ধান কমিটি মামলা করেছে ১১১টি, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মামলা করেছেন এক হাজার ৫১টি। এসব মামলার মধ্যে ৭৮৪টিতে জরিমানা করা হয়েছে আর বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। ১০ হাজার থেকে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিচারিক ম্যাজিস্ট্রেটরা সংক্ষিপ্ত বিচারে ৬০ জনকে ইতোমধ্যে ছয় মাস থেকে পাঁচ বছরের সাজা দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে