শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আমি নির্বাসন চাই

মোশাররফ হোসেন
  ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

আমি নির্বাসন চাই, বিষণ্ন আলোয়, জীবনের খেলায়,

\হবিস্মৃত নিমিষে, আমি নির্বাসন চাই।

স্বপ্ন ভাঙা শোক, এখনি দুলোক,

দাপটেু উলস্নাসে অধিক উচ্চারণে,

আমি নির্বাসন চাই।

ফাটল পাথরের ক্ষয়ে যাওয়া ক্রোধ,

সীমাহীন নৈমিত্তিক নির্মিশেষ, প্রভুত্বের বেদি,

দ্বিধাবোধ নিরবধি, সমগ্র বিবেচনায়, আমি নির্বাসন চাই।

যদি নির্বাসন পাই, আমি শরীরে মৃতু্যহীন

যন্ত্রণা ছোঁবো, দগ্ধ দহনে পুড়িব, ক্ষতি নেই,

তাতে ক্ষতি নেই, এখানে বয়ে যাবে পুষ্প কলির

করুণ আকুতি।

সর্বত্র অগ্নি বৃষ্টি, তবু ও অপরূপ ভোর,

কি এক অদ্ভুত ব্যাপার! রণ হিংসায় মেতে উঠেছে

লুটের ফেরারি,শঠ তঞ্চকের গোপন ছদ্মবেশ,

আমি পরিত্রাণ ভালোবাসি, আপন মনে, অট্ট হাসিতে,

আমি নির্বাসন চাই।

নিথর দীঘির জলে, জল কেলির খেলা, কি

যেন বলছে ওরা, তীক্ষ্ন স্বরে, শুনেনি দুপুরের চিল,

বিষণ্ন্ন আলোয়, মন্‌হর বিকেলে স্মৃতিগুলো ও প্রতারক।

শিউলি ফুলের মতো অবোধ শিশুর হাসি,

তাও বিলীনের প্রতীক্ষায়,সত্যিই আমি নির্বাসন চাই।

লোভহীন উদাসীনতায় বিশাল চিৎকার দেখে

মনে হয় মিথ্যে অসীমতা ছেয়ে গেছে সর্বস্বতার

আবরণে, তাই তো বিবেকের নিবেদন, আমি নির্বাসন চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে