সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

যুদ্ধ শেষ হয়নি

সালাউদ্দিন বাদল
  ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

যুদ্ধ এখনো শেষ হয়নি

ওরা ভেবেছে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে

আমরা ঘুমিয়ে পড়েছি,

ওরা ভেবেছে

সবুজের বুকে লাল সূর্যের আলো দেখেই

আমরা তৃপ্ত।

ছদ্মবেশের পোশাক খুলে

শত্রম্নরা আবার এক হয়েছে

স্বদেশজুড়ে ওদের বিষাক্ত ছোবল

কেড়ে নিচ্ছে কতো তাজা প্রাণ

গোয়েবলীয় মিথ্যাচারে কলঙ্কিত করছে

ইতিহাসকে ওরা,

ওরা চাচ্ছে ষড়যন্ত্রের জালে

বাংলাদেশের মানচিত্র ঢেকে দিতে।

আমরা বঙ্গবন্ধুর সৈনিক

মনু মিয়া ও নূর হোসেনের স্বজন

আমরা মরতেও জানি, মারতেও জানি,

জানি না শুধু মাথা নত করতে

দেশের শত্রম্নর সাথে কোনো আপস করতে।

শোনো চিহ্নিত শত্রম্নরা-

রাজাকার, স্বৈরাচার, স্বাধীনতার পরাজিত গোষ্ঠী

যুদ্ধ শেষে হাতের রাইফেল, স্টেনগান, গ্রেনেড,

এলএমজি সব জমা দিয়েছি, কিন্তু

একটি বড় অস্ত্র জমা দিইনি

তা হলো আমাদের দেশপ্রেম।

হে চিহ্নিত শত্রম্নরা শোনো

টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত

আমরা আবার জেগেছি,

৫৬ হাজার বর্গমাইলে আমরা ছড়িয়ে আছি,

কোনো ষড়যন্ত্রের দেয়াল আমাদের রুখতে পারবে না

তোমাদের বিষদাঁত ভাঙবই

এই যুদ্ধে আমরা জিতবই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে