বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

১৫ বছর পর ফুলবাড়ীতে ব্যাবসায়ী সমিতির নির্বাচনের ঘোষণা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  ২৯ এপ্রিল ২০২৪, ১৭:৪০
১৫ বছর পর ফুলবাড়ীতে ব্যাবসায়ী সমিতির নির্বাচনের ঘোষণা

১৫ বছরপর দিনাজপুরের ফুলবাড়ীতে হতে যাচ্ছে ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন।

রোববার রাত ৮টায় ফুলবাড়ী পৌর বাজারের এন.এন. সুপার মার্কেটে থানা ব্যবসায়ী সমিতির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে (২০২৪-২০২৫) এ দি-বার্ষিক নির্বাচনের তফশীল ঘোষনা করেন, ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতি নির্বাচন উপ-কমিটির আহবায়ক সাংবাদিক সহকারী অধ্যাপক শেখ সাবার আলী।

এসময় নির্বাচন উপ-কমিটির সদস্য জার্জিস আহম্মেদ ও মোঃ খুরশীদ আলম নাদিম উপস্থিত ছিলেন।

তফশিল অনুযায়ী আগামী ১৫ মে ,রেজিষ্ট্রেশন বিধি-বিধান মোতাবেক সমিতির নির্বাহী কমিটির ১২ পদে ব্যালোটের মাধ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর পুর্বে ২মে খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৩মে আপত্তি দাখিল ও শুনানী, ৪মে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।

৫মে মনোনয়নপত্র বিতরন: ৬মে মনোনয়নপত্র দাখিল, ৭মে মনোনয়নপত্র বাছাই: ৮মে খসড়া মনোনয়ন পত্রের তালিকা প্রকাশ: ৯মে মনোনয়ন পত্র প্রত্যাহার: ১০মে চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ :১১মে প্রতীক বরাদ্ধ।

নির্বাচিত কমিটি আগামী দুই বছর মেয়াদে কমিটি পরিচালনা করবে। নির্বাচন উপ-কমিটির আহবায়ক সাববির আলী বলেন সর্ব শেষ ২০০৮ সালে সমিতির নির্বাচন হয়েছিল, সেই সময় সমিতির সদস্য ছিল ২৮৫ জন। এর পর আর কোন নির্বাচন না হওয়ায় স্থবীর হয়ে পড়ে সমিতির কার্যক্রম।

৭মাস পুর্বে সমিতির পুনঃগঠন ককমিটি গঠন ককরা হহয়, সেই পুনঃগঠন ককমিটির প্রচেণ্ঠায় বর্তমানে এক হহাজার ২৫ জন সদস্য আবেদন ককরেছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে