সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

জলকন্যা

বদরুল হায়দার
  ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

বৃষ্টি হলে মিষ্টি-মধুর বাণীর পুনরাবৃত্তি ঘটে প্রেমে।

ভালোবাসা কোলাকুলি করে জলে। মনের অতলে

তুমি বাসা বাঁধো।

চমকানো অনুভূতি আর শব্দভীতি বাঁক বদলায়

মনের কোঠরে। আশ্চর্যের কোলে তুমি কেবলই ঢলে পড়ো।

আষাঢ়ে শহরে জলকন্যাদের দেখা মিলে। তুমি

টুপটাপ রহস্যের অন্তরালে জীবনের উড়াল মাতালে

জল ঢালো।

শুদ্ধস্নানে তৃপ্ত হই মনের গোপনে। অন্তর দহনে আমি

বেদনার গোজমিলে জলকেলী করি ভুলে থাকি

বৃষ্টি ও তোমার আগমনে।

জলকন্যা নিজে ভিজে না ভিজায়। তুমি সুন্দর মনের

ঐতিহ্য রক্ষায় সর্বাত্মক হৃদয় উদ্যোগে

ভাসাও অন্তর। পানিবন্দির পস্নাবিত দুঃখের ঢেউ খেলে

এক চোখা প্রয়োজনে।

হৃদয়ের বাড়তি ঠিকানা জুড়ে বৃষ্টি নামে মনে।

তুমি বন্যাপ্রেমে অন্ধকার কিনে ঝরে যাও আনমনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে