বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

ফকিরহাট উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ বিষয়ক সেমিনার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
  ২৯ এপ্রিল ২০২৪, ১৮:০০
ফকিরহাট উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ বিষয়ক সেমিনার

বাগেরহাটের ফকিরহাট উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু।

এতে স্বাগত বক্তব্য রাখেন সাইন্টফিক অফিসার নাতাশা নাফিসার হক।

এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, সমবায় কর্মকর্তা মিলন কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, মো. রেজাউল করিম ফকির, সংস্থার প্রধান সহকারী আরিফ মিয়া, উচ্চম্যান সহকারী, আবু সাইদ হোসেন, সি ল্যাব একাউন্ট সালমা আক্তারসহ বিভিন্ন কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় অতিথি বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে