সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

মাটির দেহ মাটিতে মিলাক

রবীন্দ্রনাথ অধিকারী
  ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

শব্দ-যাত্রায় সাথী হইও

নরক যাত্রায় হইও না

পাথর তো আর ফুল নয়

শব দেহে তা ছিটিও না

পাথর দিয়ে চাপা দিও

বরফ দিয়ে ঢেকে দিও

লাল কাপড়ে জড়িয়ে দিও

মাটির দেহ মাটিতে মিলাক

জীবন যন্ত্রণা যাক ঘুরে যাক

জীবন প্রদীপ যাক নিভে যাক

জল আগুনের জলে জলে

আমি যেতে চাই মহাযজ্ঞের মহাস্থলে

স্বর্গ নয়, নরক আমার হোক ঠিকানা

মহামুক্তির মূল-বিছানা

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে