শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জন্মস্বর

এমরান হাসান
  ০৩ নভেম্বর ২০২৩, ০০:০০

বিস্ময়-বিদ্যালয়ে পাঠ্য শোনো অকরুণ ভোরের রাজ্যনীতি,

পেলব বিশ্বাসে উড়ে যাওয়া বাতাসের স্বচ্ছ-তিমির।

নৈশযাপন শেষে নাজুক চোখের পাতায় বৃষ্টি আঁকাও

ইজেলে রাখ রঙ-তুলির ক্লান্ত মুখ ও মুখোশ...

সাঁজোয়া মোহের বেশে স্বপ্ন ভিড়ে শুধু। কুয়াশা নোঙরে

অনন্তের রাগ-রাগিনি গুছিয়ে নেয় তল্পিতল্পা যত।

মানবিক মুখের খুব কাছেই রেখেছে গালির সম্মাননা।

কণ্ঠোচ্চারিত ঘোরের উপমিত সমাস

পাঠ্যসূচিতে উধাও কলঙ্কের রাত-নৃত্য-জলসাঘর

ব্যাকরণ খুঁজে পাবে না তো এসব অসত্য গাংচিলের রতিচিত্র।

পৌঁছুবে কী নগর-নাগরিক উপঢৌকন, দাম্ভিক জিরাফ?

টেলিস্কোপে ফুটে ওঠে জলরঙা পাখিপ্রহর,কোমল সন্ন্যাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে