শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হেমন্তের গান

বদরুল হায়দার
  ০৩ নভেম্বর ২০২৩, ০০:০০

অব্যাহত মনের লোড শেডিংয়ে তোমাকে আলাদা করা

কষ্টকর। সচরাচর স্বাভাবিকতায় পালাক্রমে আত্মহারা

হেমন্তের গানে গড়ো হৃদয়নগর।

শুল্কমুক্ত প্রেমের দাবিতে প্রতিশ্রম্নতি ভঙ্গ করে প্রেম

সহায়তার জীবন দেবতার কাছে নত হয় অভিমান।

দ্বৈত নীতিতে অবগতির মনগড়া রীতির অনুশীলনে

চূড়ান্ত মাকাল ফলে সবুরে মেওয়া ভুলে

ঐতিহ্য ঐশ্বর্য মিলে ভাগ করে ঘোলাজল।

আক্কেল ভুলের মক্কেলের মাসুলে আবেগে

কাঁদে দুঃখের না-বলা আগুন।

নদীমাতৃকতা ধ্যানে কার্তিক অগ্রহায়ণে মনে জাগে

শিহরণ। অরক্ষিত প্রেমের সড়কে হৃদয়ের পর্যবেক্ষণে

উজাড় হচ্ছে পণ।

সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতার বিকল্প নেই।

মনের অববাহিকায় তুমি বাস করো। আমি

দায় স্বীকারের সত্য হাওয়ায় হেমন্তের

ঋতু বদলের মনে নিজেকে ভুলতে থাকি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে