শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফুুলগুলো ভুলগুলো

এমরান কবির
  ১০ নভেম্বর ২০২৩, ০০:০০

কী যে হয়েছে আজ!

কবিতা আসছে শুধু

ওদিকে টেবিলে মুদ্রাগুলো কাঁদছে খুব

জীবনের মায়াগুলো কেঁদে কেঁদে দিচ্ছে ডুব

পংক্তির ফাঁকে মাঝে মাঝে এসে যাচ্ছে

অন্ধ জীবনের রূপ

আমি ও আমার চরিত্রগুলো

এলোমেলো ঘুরছে, কথা বলছে

জীবনতো নেই জীবনের ভেতর

চলে গেছে গাড়ির পেছনে কালো ধোঁয়ায়

এভাবে চলতে চলতেই ফুলগুলো ভুলগুলো

শেষ হয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে