শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

আমাকেও সাথে নিও নাজনীন

লুৎফা শাহিন
  ১২ জানুয়ারি ২০২৪, ০০:০০
আমাকেও সাথে নিও নাজনীন

পাশাপাশি দুটো জীবন হাঁটিহাঁটি পা পা করে বেড়ে ওঠা অতপর ধীরে ধীরে বড় হয়ে পৃথিবীতে বিচরণ! সম্পর্কটার কখনো মলিন হয়নি- প্রতিযোগীও হয়নি বরং মনের গভীরতা দিন দিন বেড়েই চলছে। বন্ধুত্ব-ভালোবাসা আর ছন্দের স্বর্গীয় সুখের কোনো কমতি নেই আমাদের। মান-অভিমান, রাগ-অনুরাগের গল্পগুলো সোহাগী বাতাসে টেকেনি দীর্ঘক্ষণ! স্বভাবের উচ্ছলতাকে আমরা দু'জন সস্তা করিনি কখনো মাতৃত্বের মহিমায় সর্বক্ষণ জেগে থাকি পিতার অস্তিত্বে! জেদের তীব্র ভঙ্গিমাগুলো কোমল রোদে শুকিয়ে ভাগাভাগি করে নিই। জানি- হারানোর ভয়কে হয়তো জয় করতে পারব না। বুকে জমাট বাঁধানো মায়া-কান্না আর বেদনার দলিলে শব্দহীন অগোচরে চলে যাব। দূরত্ব যতই হোক নিকট যৌবনে কখনো পুরনো হবো কোনো দিন-

জানি- দুই প্রান্তের দুই জীবন মমতায় মাখানো থাকবে, আকুলতায় ভরা থাকবে, হাত বাড়ালেই ছুঁতে পারব মন সমুদ্দুর পেরিয়ে। স্নেহব্যাকুল ছোটোবোনকে অন্তহীন ভালোবাসায় অপত্যজলে হারিয়ে যেতে দেব না! বোন, তোমার অধরের স্পর্শে আমাকেও সাথে নিও ঐ পরিয়ায়ী দিনে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে