বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

গলিত জোছনার ছায়া

স্বপ্নীল ফিরোজ
  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
গলিত জোছনার ছায়া

গতকালও চাঁদটি পূর্ণ ছিল না আজ পূর্ণিমা

মেঘ তুমি মেঘের ওপর মেঘ হয়ে ঘুমাও

অঝোর বৃষ্টির নিচে ধানক্ষেত বাতাসে ওড়ে

দিয়াশলাইয়ের একটি মাত্র কাঠি, মাথা ঠুকে

জ্বলে উঠল নৈসর্গিক রাতে। এ-পাশ ও-পাশ ঘুম।

অপরূপ পাহাড়। গতরে মোমের নরম আলোর মতো প্রভা।

ঝর্ণার শব্দে ভেসে যাচ্ছে গলিত জোছনার ছায়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে