মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কে রেখেছে মনে দহনমথিত দিনে

জাফর ওবায়েদ
  ০৮ মার্চ ২০২৪, ০০:০০
কে রেখেছে মনে দহনমথিত দিনে

কে রেখেছে মনে,

দিব্যি তো কেটে গেল এতটা বিরহী বছর?

আকাঙ্ক্ষার দুর্বিনীত দহনবুকে চেয়েছি

আরেকটু টেনে নেবে মায়ের মতো! হেরে যাব না...

অথচ

স্বপ্নবিভোর সময়ের চৌকাটে তোমার নিঃসীম দূরত্ব-

কতদিন দেখি না তো কালবৈশাখির চিরচেনা তান্ডব

আম লিচু আর কাঁঠালের সমাবেশ

দেখি না তো সজল-কাজল মেঘ, অঝোর বৃষ্টি, জলমগ্ন জীবন।

আমার ঘুমের ভেতর এখন ঢুকে পড়ে না ঝলমলে নির্মল আকাশ

বকের সারির মতো সাদা মেঘ, শিশিরের সোনা ভেজা শিউলির মুখ

শ্বেতাঙ্গ রমণির চুলের মতো উড়োউড়ো কাশফুল

স্মৃতিকাতর দৃষ্টির দরিয়ায় ফসলের সম্ভারে কৃষকের হাসি

সোনালি ধানের দৃশ্যে নবান্নের রঙ

কুয়াশার চাদর মোড়া বিবর্ণ গাছ। খেজুর রস, পিঠা-পায়েস

বর্ণিল ফুলের জলসা, আমের মুকুল, আর মৌমাছির গুঞ্জরণ!

কে রেখেছে মনে,

আলস্য ভরা প্রতু্যষ, কবিতার বেদনাহত সংসার?

কারও আর মনে নেই, দহনমথিত দিনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে