সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

অর্থহীন

ইমন হোসেন মিলন
  ১০ মে ২০২৪, ০০:০০
অর্থহীন

বুকের গহীন বিষাদের আল্পনা,

লাল ক্ষত, নীল বেদনা, ধূসর হাহাকার!

বার্ধক্যে নত অপূর্ণ ইচ্ছে,

হরেক রঙের আভিজাত্যে সেজে ওঠে অহরহ ক্ষয়ের গভীরতায়।

যতটা ব্যর্থতা কখনো আসেনি কল্পনায়,

তার চেয়ে বেশি গস্নানি সবুজ ঘাসের মতো-

ঢেকে রাখে অস্তিত্বের চারিভাগ।

একটি সুন্দর জীবন আমিও চেয়েছিলাম,

কিন্তু হায়! দিন শেষে দেখি,

বেদনার অন্ধকারে বিমর্ষ পৃথিবী।

নিয়তির নির্মম পরিহাসে,

পবিত্রতম শুভ্র ফুলটিও আজ নর্দমার আবর্জনায় বিষাক্ত!

আপাদমস্তক ব্যর্থতা নিয়ে,

আদি থেকে অন্ত আমার পুরোটাই অর্থহীন,

নির্মম অর্থহীন!

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে