রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

নতুন বছরে নতুন পরিকল্পনায় মম

তারার মেলা রিপোর্ট
  ২১ ডিসেম্বর ২০২৩, ০০:০০

ভালো-মন্দ মিলিয়েই বছরটি পার করে দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম। তবে অভিনয়ে আগের চেয়ে চলতি বছর তুলনামূলক কমই দেখা গেছে এই লাক্সকন্যাকে। কিন্তু বিষয়টি মানতে নারাজ মম। তার মতে, এটা একটা অনর্থক বার্তা! 'আমার যখন যেটা ভালো মনে হবে সেভাবেই তো কাজ করব। একজন শিল্পী তো সেভাবেই কাজ করে। যেমন ২০২৩-এ বেশ কিছু ওটিটির কাজ করলাম। যার রেসপন্স খুব ভালো পেয়েছি। এখন ঘুরেফিরে একই ছকে তো আমি কখনোই কাজ করিনি। করতেও চাই না।'

২০২৩-এ মুক্তিযুদ্ধভিত্তিক দু'টি ছবির প্রধান চরিত্রে কাজ করেছেন এই মডেল অভিনেত্রী। একটি অনন্য মামুনের 'রেডিও', অন্যটি খিজির হায়াত খানের 'ওরা ৭ জন'। দু'টি ছবি থেকে ওরা ৭ জনকেই এগিয়ে রাখেন এই অভিনেত্রী। মমর মতে, একটি মুভির সব অ্যারেঞ্জমেন্ট, এর গল্প বলার ঢং সবকিছু মিলিয়ে খিজির হায়াত ভাইয়ের কাজটিকেই এগিয়ে রাখব। তবে রেডিও পস্নটটা ভালো ছিল। কিন্তু এই ছবিটি আরো ভালো কিছু হতে পারত।'

নতুন বছরের কোনো নতুন পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নে মম বলেন, 'নিজের ভালো লাগার কিছু কাজ করা। নারীপ্রধান কোনো গল্পে কাজ করতে চাই। দেশের এত বছরেও আমরা এখন অব্দি অধিকাংশ ছবি পুরুষ চরিত্রের অ্যাঙ্গেল থেকেই ভাবলাম। নারীপ্রধান গল্পের কাজ কেন এত কম। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।'

জাকিয়া বারী মম নিজের এই ম্যাচিউড সময়ে শোবিজ নিয়ে আরো একটি বিষয়ে আলো ফেলতে চান। তা হলো পারিশ্রমিক নিয়ে। মমর ভাষ্য, 'নাটক, ওয়েব ফিল্ম বা চলচ্চিত্র সবক্ষেত্রেই আমাদের ছেলেদের চেয়ে মেয়েদের পারিশ্রমিক অনেক কম। দীর্ঘদিন ধরেই এই বৈষম্য চলে আসছে এবং এটা নিয়ে আমরা কেউ কিছু বলছিও না, যেন ব্যাপারটা খুবই স্বাভাবিক। আমার মতে এরও পরিবর্তন হওয়া উচিত।' নতুন বছরে নতুন চলচ্চিত্রে দেখা যাবে কিনা জানতে চাইলে মম বলেন, 'চলচ্চিত্রসহ অন্যান্য মাধ্যমেও কাজ আসবে। তবে অবশ্যই নিজের রুচি ও কাজের মান অনুযায়ীই কাজ করতে চাই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে