যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে মৌলভীবাজারে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে ফ্রেন্ডস ফোরাম জেলা শাখার আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে অর্ধ্ব শতাধিক গরীব ও অসহায়দের মাঝে শীত বস্ত্র তুলে দেওয়া হয়।
ফ্রেন্ডস ফোরামের আহবায়ক এম মুহিবুর রহমান মুহিব'র সভাপতিত্বে ও সদস্য আলমগীর হোসেন'র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন। বক্তব্য দেন ফোরামের উপদেষ্টা ও যায়যায়দিন'র স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল ওয়াদুদ, আনন্দ পাঠশালার সভাপতি আব্দুস সালাম প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন, ফোরামের সদস্য সচিব শিমুল বোনার্জী, আলতাফুর রহমান, সাংবাদিক মামুনূর রশীদ, খিজির মোঃ জুলফিকার, আশরাফুল ইসলাম তানভীর, রেদওয়ান আহমদ ছামী প্রমুখ। পরে জেলা শহরের অর্ধ্ব শতাধিক গরীবও অসহায়দের হাতে কম্বল তুলে দেন অতিথিরা।
যাযাদি/ এআর