শেরপুরের নকলায় ‘‘মানবিক কাজে ভেদাভেদ নাই, উম্মাহর স্বার্থে আছি আমরা সবাই’’ এই শ্লোগানে ২০২৩ সালে গঠিত হয় স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ ফাউন্ডেশন।
গত সোমবারে গঠিত হয় ২৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ। কমিটি গঠন শেষে নকলা উপজেলায় নবগঠিত যায়যায়দিনের ফ্রেন্ডফোরামের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সংগঠনটি।
এসময় যায়যায়দিন পত্রিকার নকলা উপজেলা প্রতিনিধি ও যায়যায়দিনের ফ্রেন্ডফোরামের সভাপতি শফিউল আলম লাভলু, সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসাইন, দফতর সম্পাদক ফজলে রাব্বী রাজন, সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, ক্রীড়া সম্পাদক ও মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আল-আমিন, প্রচার ও জনসংযোগ সম্পাদক নূর হোসেন এবং সদস্য মো. হাসান মিয়া, মানব কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আরফিকার হোসেন, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান, সহ-সভাপতি রনি ফরাজি, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক সৌরভ আহমেদ সজিব ও হাফেজ সায়েম ইসলাম তুর্য্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আল-আমিন বলেন, মানব কল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের লক্ষ্য ও উদ্যেশ্য হলো, সমাজের অসহায় দরিদ্রদের মাঝে আর্থিক ও চিকিৎসা সহায়তা প্রদান, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা, খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা ও বৃক্ষ রোডণ করা। এই সংগঠনটিকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাই।
যায়যায়দিনের ফ্রেন্ডফোরামের সভাপতি শফিউল আলম লাভলু বলেন, যায়যায়দিন পত্রিকা দেশ ও জাতির কল্যাণে বরাবরই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠকদের মন জয় করে আসছে। সেই সাথে ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা সপ্তাহে একদিন সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে পত্রিকাটিকে একধাপ এগিয়ে নিয়ে গেছে। এই ধারা যুগযুগ ধরে চলমান থাকবে।
এ জন্য পত্রিকাটির প্রতিনিধিসহ ফ্রেন্ডস ফোরামের সকল সদস্যকে দায়িত্বশীলতার সহিত এলাকার উন্নয়ন মূলক কর্মকান্ড সমূহ নিয়মিত প্রচার-প্রকাশের মাধ্যমে পাঠক নন্দিত পত্রিকাটির সুনাম ধরে রাখার আহবান জানান তিনি।
যাযাদি/ এআর