মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ডেঙ্গুতে মৃত্যু নেই, শনাক্ত একজন

যাযাদি ডেস্ক
  ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৩
ডেঙ্গুতে মৃত্যু নেই, শনাক্ত একজন
ডেঙ্গুতে মৃত্যু নেই, শনাক্ত একজন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা ১৯ জন। তবে এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

1

এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একজন। আক্রান্ত ব্যক্তি ঢাকার বাইরের বাসিন্দা।

বর্তমানে যে ১৯ জন হাসপাতালে ভর্তি তাদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ১৩ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় রয়েছেন ৬ জন।

গত ১ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৭০০ জন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৩৫ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ৩৬৫ জন।

১ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ডেঙ্গু থেকে সেরে ওঠে হাসপাতাল ছেড়েছেন ৬৭২ জন। তাদের মধ্যে ঢাকার ৩১৬ জন ও ঢাকার বাইরের রয়েছেন ৩৫৬ জন।

আগের দিন সোমবার ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছিল। ফলে নতুন করে কোনো রোগীর মৃত্যু না হওয়ায় ১ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত মৃতের সংখ্যা আগের মতোই ৯ জনে রয়েছে।

২০২২ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ২৮১ জনের মৃত্যু হয়েছিল। বছরের শেষ মাস ডিসেম্বরেই মারা যান ২৭ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

যাযাদি/এস এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে