সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বিশ্বে ক্যানসারের রাজধানী ভারত, নারীরা বেশি আক্রান্ত

যাযাদি ডেস্ক
  ০৮ মে ২০২৪, ১২:২৮
আপডেট  : ০৮ মে ২০২৪, ১২:৩০
-ফাইল ছবি

ভারতের বহুজাতিক স্বাস্থ্যসেবা গ্রুপ অ্যাপোলো হসপিটালসের এক প্রতিবেদনে ভারতকে ‘বিশ্বের ক্যানসার রাজধানী' হিসেবে উল্লেখ করা হয়েছে ৷ ২০২৫ সালের মধ্যে ভারতে ক্যানসার রোগীর সংখ্যা ১৫ লাখ ৭০ হাজার হতে পারে, ২০২০ সালে সংখ্যাটি ছিল ১৪ লাখ।

এতে বলা হয়, ২০২৫ সালের মধ্যে ভারতে ক্যানসার রোগীর সংখ্যা ১৫ লাখ ৭০ হাজার হতে পারে৷ ২০২০ সালে সংখ্যাটি ছিল ১৪ লাখ৷

নারীরা স্তন, সার্ভিকাল ও ডিম্বাশয়ের ক্যান্সারে বেশি আক্রান্ত হচ্ছেন৷ আর পুরুষেরা আক্রান্ত হচ্ছেন ফুসফুস, মুখ ও প্রোস্টেট ক্যানসারে৷ এতে বলা হয় পুরুষের তুলনায় নারীরা বেশি আক্রান্ত হচ্ছেন।

গতমাসে প্রকাশিত অ্যাপোলো হসপিটালসের প্রতিবেদনে জানানো হয়, ভারতের মানুষ অন্য দেশের তুলনায় অল্প বয়সেই কিছুধরনের ক্যানসারে আক্রান্ত হচ্ছেন৷ যেমন, ভারতে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ার গড় বয়স ৫৯৷ চীনে সেটি ৬৮, যুক্তরাষ্ট্রে ৭০ এবং যুক্তরাজ্যে ৭৫৷

ভারতে প্রতিবছর গড়ে দশ লাখ মানুষ নতুন করে ক্যানসারে আক্রান্ত হচ্ছেন৷ এদের মধ্যে চার শতাংশ শিশু৷ অথচ মাত্র ৪১ শতাংশ সরকারি হাসপাতালে পেডিয়াট্রিক অনকোলজি বিভাগ আছে বলে জানিয়েছেন মুম্বইয়ের এমআরআর শিশু হাসপাতালের পেডিয়াট্রিক অনকোলজিস্ট রুচিরা মিসরা৷

ভারতের পাবলিক হেলথ ফাউন্ডেশনের সাবেক সভাপতি কে. শ্রীনাথ রেড্ডি বলেন, ‘‘ক্যানসারের ঘটনা ও মৃত্যু বাড়ছে৷ আগামী দুই দশকে আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে৷'' অতি-প্রক্রিয়াজাত খাবার খাওয়া, বায়ু দূষণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে অতিবেগুনী বিকিরণের মুখোমুখি হওয়া ইত্যাদি নানাকারণে ক্যানসারে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে তিনি মনে করছেন৷

বিশেষজ্ঞরা বলছেন, ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে স্বাস্থ্য স্ক্রিনিংয়ের কম হার৷ তারা এটি বাড়ানোর পরামর্শ দিয়েছেন৷

অ্যাপোলো হসপিটালসের প্রতিবেদনে অন্য রোগের তথ্যও তুলে ধরা হয়েছে৷ প্রতিবেদন বলছে, প্রতি তিনজন ভারতীয়র একজন প্রি-ডায়াবেটিক, তিনজনের মধ্যে দুইজন প্রি-হাইপারটেনসিভ, আর দশজনের একজন ডিপ্রেশনে ভুগছেন৷ ক্যানসার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কার্ডিওভাসকুলার রোগ এবং মানসিক স্বাস্থ্যজনিত সমস্যাগুলো এখন এতটাই প্রচলিত যে সেগুলো ‘গুরুতর স্তরে' পৌঁছে গেছে৷

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে