স্যামসাংয়ের ভাইস চেয়ারম্যান জেই ওয়াই লি-কে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছে দক্ষিণ কোরিয়ার আদালত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, তাকে ৩০ মাসের কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সাল থেকেই জেই ওয়াই লি স্যামসাংয়ের ওপর নিজের কর্তৃত্ব চালিয়ে আসছিলেন। প্রতিষ্ঠানটির ভবিষ্যত প্রধান হিসেবে তাকেই বিবেচনা করা হচ্ছিল।
স্যামসাংয়ের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স-এর প্রধান জেই ওয়াই লি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলছে, সাম্প্রতিক রায়ে স্যামসাংয়ের ওপর জেই ওয়াই লি'র নিয়ন্ত্রণ এবং স্যামাসাং ইলেকট্রনিক্সের ভবিষ্যত নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
এর আগে ২০১৭ সালে গ্রেপ্তার হন লি। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গুয়েন হাইকে ঘুষ দেওয়ার অভিযোগের পাশাপাশি তহবিল আত্মসাত এবং অন্যান্য বেশ কিছু অভিযোগে জেই ওয়াই লি'কে দোষী সাব্যস্ত করে আদালত।
সূত্র: আল-জাজিরা, বিবিসি
যাযাদি/ এমএস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd