দিন দিন পরিবর্তন হচ্ছে বিটিভি চট্টগ্রাম। তারই ধারাবাহিকতায় আজ থেকে ভিন্ন মাত্রায় প্রচারিত হবে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সংবাদ। বিষয় ভিত্তিক প্রতিবেদনের উপর আলোচনা করবেন ওই বিষয়ের উপর বিশেষজ্ঞ, স্বনামধন্য ও প্রথিতযশা ব্যাক্তিবর্গ। প্রতিদিন অংশ নেবেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে ।
চলতি বিষয়াবলী নিয়ে সরাসরি আলোচনা করতে সংবাদ স্টুডিওতে দেখা যাবে বিশিষ্টজনদের। আজ শুক্রবার থেকে সন্ধ্যা ৭টার সংবাদ বুলেটিন সাজবে নতুন মাত্রায়।
সংবাদ উপস্থাপকের সঙ্গে অতিথিগণ কথা বলবেন মুক্তিযুদ্ধ, উন্নয়ন, অগ্রগতি, অর্জন, প্রত্যাশা প্রাপ্তি নিয়ে। আলোচনায় থাকবে ব্যবসা, বাণিজ্য, রাজনীতি, গণতন্ত্র, কৃষি, শিক্ষা, ধর্ম, সংস্কৃৃতি ও খেলাধুলাসহ সমসাময়িক বিষয়াবলী। নির্ধারিত বিষয়ে সংবাদও সাজানো হবে বিশেষ আঙ্গিকে।
চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার হোসেন রনজু বলেন, একেক দিন একেকটি বিশেষ বিষয়ের ওপর বিস্তারিত আলোকপাত করা হবে সংবাদে। সংবাদকে আরো দর্শকপ্রিয় করতে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। সময়ের চাহিদার আলোকে বিটিভির চট্টগ্রাম কেন্দ্রকে সাজানোর কাজ এগিয়ে চলেছে।
যাযাদি/ এস