শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধে ব্যবহৃত কপ্টার-যুদ্ধবিমান বিনিময় বাংলাদেশ-ভারতের

যাযাদি ডেস্ক
  ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৯

মুক্তিযুদ্ধের পঞ্চাশতম বর্ষ পালন করছে বাংলাদেশ-ভারত। ১৯৭১ সালের সেই যুদ্ধে পাক বাহিনীকে নাস্তানাবুদ করে ছেড়েছিল ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশের মুক্তিযোদ্ধারা। বাংলাদেশ-ভারতের যৌথ সেনা কমান্ড পাক সেনাদলের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল।

সেই বীরত্বের স্মারক হিসেবে ভারত-বাংলাদেশ একে অপরকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত হেলিকপ্টার ও যুদ্ধবিমান উপহার দিল। শনিবার এক টুইটবার্তায় এই খবর জানিয়েছে ভারতের বিমানবাহিনী।

চারদিনের সফরে ঢাকায় এসেছেন ভারতীয় বিমানবাহিনী প্রধান আরকেএস ভাদুরিয়া। সফরে বাংলাদেশের একাধিক বিমানঘাঁটি পরিদর্শনের পাশাপাশি নিরাপত্তা প্রসঙ্গে দেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনাও করবেন তিনি।

ভারতের বিমানবাহিনী প্রধান ভাদুরিয়ার সফরকালেই বাংলাদেশের সেনাবাহিনীর হাতে ঐতিহ্যবাহী আলাউত্তে ৩ হেলিকপ্টার তুলে দেওয়া হল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এই কপ্টার ব্যবহার করা হয়েছিল।

পরিবর্তে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে এফ-৮৬ সাবরে এয়ারক্রাফট যুদ্ধবিমান। ১৯৭১ সালের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী এই যুদ্ধবিমানটি রক্ষণাবেক্ষণ করে আসছিল।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে